মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবকের মৃত্যু…

রাজধানীর মিরপুরে চলন্ত বাসে আগুন লাগানোর পর পালানোর সময় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় মিরপুর-১০ নম্বর এলাকার প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন ধরা পড়লে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সন্দেহভাজনভাবে আগুন লাগানোর সঙ্গে জড়িত এক যুবক দ্রুত পালানোর চেষ্টা করেন। দৌঁড়ে রাস্তা পার হওয়ার মুহূর্তে একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দগ্ধ বাসটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন লাগানোর উদ্দেশ্য ও ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না—তা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মিরপুর জোনের একজন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসে আগুন দেওয়ার পর পালানোর সময় দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ঘটনার পূর্ণ কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকাবাসীর মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বাসটিতে থাকা যাত্রীরা অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *