
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে শিশু হুজাইফার মাথায় লাগা গুলি এখনও বের করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে তাদের জানিয়েছেন চিকিৎসকরা।
বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি শিশুটি।
সকালে সীমান্ত লাগোয়া এলাকায় বাড়ির সামনে খেলাধুলা করছিল শিশুটি। একপর্যায়ে গুলি বিনিময় একটু থামে। তখন সে তার দাদার সঙ্গে নাস্তা কিনতে দোকানে যায়। ফেরার পথে সীমান্তের ওপার মিয়ানমার থেকে আসা একটি গুলি লাগে হুজাইফার মাথায়।