মাইলস্টোন ট্রাজেডিতে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সাথে রিজভীর সাক্ষাৎ

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত দুই শিক্ষার্থী—নাজিয়া ও তার ছোট ভাই নাফির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হৃদয়বিদারক এই সাক্ষাতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। বলেন, “সন্তান হারানোর বেদনার চেয়ে বড় শোক আর কিছু নেই।” তিনি আরও জানান, মর্মান্তিক এই দুর্ঘটনার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যক্তিগতভাবে আহত ও নিহতদের খবরাখবর নিচ্ছেন এবং পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করছেন।


সাক্ষাতের সময় নিহতদের পিতা আশরাফুল আলম একটি আবেগঘন অনুরোধ জানান। তিনি বলেন, “আমার সন্তানদের কবর যেন দুই বছরের মধ্যে অন্য কারও জন্য ব্যবহার না করা হয়। তাদের কবরের ওপরে যেন আর কোনো কবর না দেওয়া হয়—এটাই এখন আমার একমাত্র চাওয়া।” সন্তান হারিয়ে দগ্ধ এই পিতার আবেগ রিজভী আহমেদ গভীর মনোযোগ দিয়ে শুনে তাকে সান্ত্বনা দেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন।


ঘটনাস্থল থেকে এখনো শোকের আবহ কাটেনি। পরিবারগুলো আজও খুঁজে ফিরছে তাদের প্রিয় মুখগুলোর স্মৃতি। রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশে পাওয়া এবং সমবেদনা জানানো তাদের কাছে এক ধরনের সহানুভূতির বার্তা বয়ে এনেছে। তবে সন্তান হারানোর যন্ত্রণা কোনো কিছুতেই মোছা সম্ভব নয়। আজকের এই ট্র্যাজেডি যেন আবার না ঘটে—এটাই এখন সবার একমাত্র প্রার্থনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *