
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ আগস্ট) দুপুর ২টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা দেয় তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি এবং কুর্মিটোলা স্টেশনের ২টি ইউনিট। স্থানীয় বাসিন্দাদের আতঙ্কের মধ্যে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর ৩টার কিছু পরেই ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। পাঁচটি ইউনিটের একযোগে তৎপরতায় মাত্র ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দুপুর ৩টা ১৮ মিনিটে আনুষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করে ফায়ার সার্ভিস। তাদের দাবি, তৎপরতা না থাকলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষে সঠিক তথ্য জানানো হবে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় বস্তির বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।