
ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রথম দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (২০ জুন) রাত ৮টার দিকে ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা ইন্দিরাপাড় বাঁশবাড়ি এলাকায়। পুলিশ জানায়, হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রায় থাকা ৫ জন নিহত হন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ক্ষোভে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
অন্যদিকে, সন্ধ্যার আগে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কোধালধর এলাকায় একটি অ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান আরও একজন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন।