
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নবনির্মিত মওলানা ভাসানী সেতুতে সংঘর্ষে আহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। রোববার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে সেতুর উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে সেতু পার হচ্ছিলেন দুই যুবক। হঠাৎ সামনে আসা ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে ধাক্কা লাগলে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনায় মোটরসাইকেলের সামনের অংশ এবং অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায়। পরে এলাকাবাসী দ্রুত আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুতে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে।
এর আগে গত শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় একই সেতুর সংযোগ সড়কে কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই থানার মোড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় খোদেজা বেগম (৮০) নামের এক বৃদ্ধা নিহত হন। ফলে উদ্বেগ বাড়ছে সেতু এলাকায় যান চলাচলের নিরাপত্তা নিয়ে। এলাকাবাসী দুর্ঘটনা এড়াতে ট্রাফিক নিয়ন্ত্রণ ও সচেতনতামূলক উদ্যোগের দাবি জানিয়েছেন।