
সংসদের উচ্চ কক্ষ গঠনে আসন সংখ্যার পরিবর্তে ভোটের আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে—এমন দাবি জানিয়েছে নবগঠিত রাজনৈতিক জোট এনসিপি (ন্যাশনাল কনসেনসাস পার্টি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এ বিষয়ে স্পষ্ট ঐকমত্য না এলে ‘জুলাই সনদ’ স্বাক্ষরের বিষয়ে তারা অনিশ্চিত। সোমবার (২৮ জুলাই) সকালে জামালপুরের ডাকবাংলোতে অভ্যুত্থানে শহীদ হওয়া ১১ জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা বলেন তিনি। এ সময় কেন্দ্রীয় নেতারা শহীদদের স্বজনদের খোঁজখবর নেন এবং সহমর্মিতা জানান।
নাহিদ ইসলাম বলেন, “সংসদের উচ্চকক্ষে ক্ষমতার ভারসাম্য আনতে চাইলে ভোটের অনুপাতে আসন বণ্টন বাধ্যতামূলক। কেবল আসন সংখ্যার ভিত্তিতে উচ্চকক্ষ গঠিত হলে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে না।” তিনি আরও বলেন, “জুলাই সনদে মৌলিক সংস্কারের রূপরেখা না থাকলে, সেটি ভবিষ্যৎ রাষ্ট্রগঠনের রূপরেখা হতে পারে না। তাই জাতীয় ঐকমত্য ছাড়া ওই সনদে স্বাক্ষরের প্রশ্নই আসে না।”
এনসিপির কেন্দ্রীয় নেতারা এদিন জামালপুরে দলীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের তমালতলা এলাকা থেকে পদযাত্রা শুরু করেন। বিভিন্ন সড়ক ঘুরে ফৌজদারি এলাকায় গিয়ে শেষ হয় পদযাত্রা। সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন নেতারা। পরে তারা ময়মনসিংহের উদ্দেশে রওনা হন। জুলাই মাসজুড়ে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম এবং দাবিসমূহ তুলে ধরতেই এই পদযাত্রা চালিয়ে যাচ্ছে এনসিপি।