ভারত কেন শেখ হাসিনাকে পুশব্যাক করে না— প্রশ্ন রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিলেও সেখানে বাংলা ভাষাভাষী মুসলিমরা টিকে থাকতে পারছে না, বরং তাদের বাংলাদেশে পুশ-ইন করা হচ্ছে। “তাহলে তাকে কেন পুশব্যাক করা হচ্ছে না?”—প্রশ্ন তোলেন রিজভী।

শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত এক সমাবেশে রিজভী বলেন, শেখ হাসিনা নিজেকে সামাল দিতে পারছেন না এবং বিদেশ থেকে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তিনি দাবি করেন, বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস চালু করে সেখান থেকে দেশবিরোধী তৎপরতা চলছে।

রিজভী আরও বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে জনতার উত্তাল ঢেউয়ের তোড়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা, কিন্তু পালানোর পরও তার ষড়যন্ত্র থামছে না। তিনি উল্লেখ করেন, গত বছরের দুর্গাপূজায় নানা ষড়যন্ত্র হয়েছিল, যা তারা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেছেন। “নানা নিপীড়ন-নির্যাতন, হামলা-মামলার পরেও বিএনপির কেউ দেশ ছেড়ে পালায়নি, অথচ শেখ হাসিনা পালিয়ে গেছেন,”—যোগ করেন রিজভী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *