ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ কেজি শিং মাছ জব্দ

ব্রাহ্মণবাড়িয়া, ২৮ জুন — ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারের জন্য আনা ৫০০ কেজি শিং মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ জুন) ভোররাতে খারেরা বিওপি ক্যাম্পের টহলরত জওয়ানরা বেলবাড়ি সীমান্তের মেইন পিলার এলাকা থেকে মাইক্রোবাস ভর্তি এসব মাছ জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খারেরা বিওপির টহল দল অভিযানে গেলে চোরাচালানকারীরা মাইক্রোবাস ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে গাড়িটির ভেতর থেকে প্রায় ৫০০ কেজি শিং মাছ উদ্ধার করা হয়।

সুলতানপুর বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, জব্দ করা মাছগুলো পরে কাস্টমসের মাধ্যমে নিলামে বিক্রি করা হয়েছে।

তিনি আরও জানান, চোরাকারবারীদের শনাক্ত ও আটকের জন্য বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *