ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিস ইসলাম বলেছেন, ভারতের উচিত এই সত্যটি কখনও না ভুলে যাওয়া যে, তাদের অখণ্ডতা ও সার্বভৌমত্ব অনেকাংশে বাংলাদেশের ওপর নির্ভরশীল। বুধবার (৯ জুলাই) চুয়াডাঙ্গায় দিনভর গণসংযোগে অংশ নিয়ে একাধিক পথসভায় তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি হতে হবে ন্যায্যতা ও সমতা। মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দিয়ে এনসিপির নেতাকর্মীরা হাটবোয়ালিয়া বাজার, আলমডাঙা উপজেলা এবং বড় বাজারে পথসভা করেন। বড় বাজারে আয়োজিত প্রধান সমাবেশে নাহিস ইসলাম বলেন, সীমান্তে বাংলাদেশিদের রক্ত ঝরছে বছরের পর বছর। ৫৪ বছর ধরে বিএসএফ যা করছে, তা কোনো সুরক্ষা বাহিনীর কাজ নয়, বরং তা খুনিদের মতো আচরণ। সীমান্ত হত্যা বন্ধ না হলে ভারতীয় নীতির বিরুদ্ধে দেশজুড়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।


তিনি বলেন, ভারতের আধিপত্যের কারণে বারবার বাংলাদেশের মর্যাদা লাঞ্ছিত হয়েছে। এখনো আমরা পানির ন্যায্য হিস্যা পাইনি। রাজনৈতিকভাবে বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে ভারতের ভূমিকা স্পষ্ট। এই অবস্থানে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ করেন নাহিস ইসলাম। তার দাবি, ভারতীয় সমর্থনে আওয়ামী লীগ সরকার দেশে গুম-খুন চালিয়েছে। শেখ হাসিনা নিজেই গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন—বিবিসির রিপোর্ট তা প্রমাণ করে। আওয়ামী লীগের শীর্ষ নেতারা ভারতীয় আশ্রয়ে রয়েছেন, আর দেশে ফিরে এলে জনগণকে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।


নাহিস ইসলাম বলেন, দেশে এখন দুর্নীতি, চাঁদাবাজি আর দখলদারিত্ব সর্বত্র ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক কোন্দলের বলি হচ্ছে সাধারণ মানুষ। তিনি জনগণকে এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং বলেন, এখন সময় নতুন বিচার, নতুন সংবিধান ও “জুলাই ঘোষণাপত্র”-এর বাস্তবায়নের। চূড়ান্ত লক্ষ্য হলো একটি গণতান্ত্রিক, সমতা-নির্ভর এবং ভারতীয় আধিপত্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *