ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ, বিজিবির হাতে আটক ৬ জন

লালমনিরহাট, ৩০ মে — ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ছয়জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ মে) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সীমান্তবর্তী এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে।

আটকদের একজন, আসাম রাজ্যের গোলাঘাট জেলার জামুগুড়ি গ্রামের বাসিন্দা নিজাম আহমেদ (৪৮) কান্নাজড়িত কণ্ঠে জানান, “আমরা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছি, আমি সেখানেই জন্মেছি। কিন্তু কোনো কথা না শুনে ভারতের পুলিশ ও বিএসএফ আমাদের বন্দুক ঠেকিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে।”

নিজাম আহমেদ আরও জানান, তাদের সঙ্গে আরও ছয়জন ছিল, যাদের বিজিবি বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি। তারা নিরুপায় হয়ে প্রথমে একটি স্কুলে আশ্রয় নেন এবং পরে মানুষের সহায়তায় বুড়িমারী রেলস্টেশনে রাত কাটান।

“গত ২৮ মে থেকে আমরা এখানেই দিন কাটাচ্ছি। বাংলাদেশের মানুষ খাবারসহ সব ধরনের সহযোগিতা করেছে। আজ বিজিবিকে খবর দিলে তারা আমাদের নিয়ে আসে, যাতে আবার ভারতে পাঠানো যায়,” বলেন তিনি।

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে চারজন পুরুষ এবং দুইজন নারী রয়েছেন। তাদের প্রত্যেকের কাছেই ভারতের আধার কার্ডসহ পরিচয়পত্র রয়েছে। তারা সবাই আসাম রাজ্যের বাসিন্দা।

এ ঘটনায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে বিজিবি জানিয়েছে। আটককৃতদের নিজ দেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *