বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রীর পোস্টে ছাত্রদল নেতার কুরুচিপূর্ণ মন্তব্য

ঢাকার কবি নজরুল সরকারি কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাখা সংগঠক মারিয়াম মৌয়ের একটি ফেসবুক পোস্টে কুরুচিপূর্ণ মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সদস্য মাসুদ রানা। মঙ্গলবার (৮ জুলাই) মারিয়াম মৌ তার ব্যক্তিগত প্রোফাইলে আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহীন আয়শার সঙ্গে একটি ছবি শেয়ার করলে মাসুদ সেখানে অশালীন ও অশোভন মন্তব্য করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে, কিন্তু অভিযুক্ত নেতার বিরুদ্ধে এখনো পর্যন্ত দলীয়ভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

মারিয়াম মৌ গণমাধ্যমকে বলেন, “প্রথমে ভেবেছিলাম কেউ আওয়ামী লীগের ট্রল আইডি থেকে এমন মন্তব্য করেছে। কিন্তু পরে দেখি, এটা আমাদের পাশের কলেজ শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদলের একজন কর্মী করেছে। এটা আমার জন্য অত্যন্ত হতাশাজনক। গত ১৬ বছর ধরে ছাত্রদল ও শিবিরের কর্মীরা স্বৈরাচারী দমন-পীড়নের শিকার হলেও আজ তাদের মধ্য থেকেই কেউ এমন আচরণ করবে—এটা কল্পনাও করিনি।” তিনি আরও বলেন, “আমি যদি বাম দল কিংবা শাহবাগ ঘরানার হতাম, হয়তো তখনই প্রতিবাদমূলক বিবৃতি আসত। কিন্তু আজ পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা দেখা যায়নি।”

ঘটনার পর শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি জসিম উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। একইভাবে অভিযুক্ত মাসুদ রানার প্রতিক্রিয়া জানার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সাংবাদিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “জুলাই পরবর্তী সময়ে এসেও নারী নেতৃত্বের প্রতি এমন অসহিষ্ণু আচরণ একেবারেই অগ্রহণযোগ্য। এটা ছাত্রলীগে যেমন নিন্দনীয়, ছাত্রদলেও ঠিক ততটাই লজ্জাজনক।” শিক্ষা ও রাজনীতির পরিবেশকে সুস্থ ও সহনশীল রাখতে হলে এই ধরনের আচরণের বিরুদ্ধে দ্রুত দলীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *