বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে আটক উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল হুদা

ঢাকা, ৩১ মে ২০২৫:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান বিক্ষোভের মুখে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা এডভোকেট নুরুল হুদাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে রাজধানীর মিরপুর-১ এর চিড়িয়াখানা রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

শাহ আলী থানা পুলিশ অভিযান চালিয়ে ওই বাসা থেকে তাকে আটক করে। পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আটকের কারণ জানানো না হলেও আন্দোলনকারীরা দাবি করেছেন, ওই ভবনেই অবস্থান করছিলেন রংপুর-সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি নাসিমা জামান ববি এবং তার স্বামী রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সিরাজুল ইসলাম।

বিক্ষোভকারীরা জানান, শুক্রবার রাত থেকেই তারা বাসাটি ঘিরে রেখেছিলেন। তবে পুলিশের গাফিলতির সুযোগে সাবেক এমপি ও তার স্বামী গোপনে স্থান ত্যাগ করেন বলে অভিযোগ করেন তারা। আন্দোলনকারীদের ক্ষোভ, মূল অভিযুক্তরা পালিয়ে গেলেও আইনজীবী নুরুল হুদাকে আটক করা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আন্দোলনকারীরা অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

এ বিষয়ে পুলিশ বা আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *