
ঢাকা, ২ জুন ২০২৫: প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে আগের সরকারের ধারাবাহিকতা উল্লেখ করে এর মৌলিক দিকগুলোতে ত্রুটি রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২ জুন) রাজধানীর হোটেল সারিনায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, “রাজস্ব আয়ের সাথে সামঞ্জস্য রেখে বাজেট প্রণয়ন করা উচিত ছিল, যা করা হয়নি। বাস্তবতা বিবেচনায় বাজেটের আকার আরও ছোট হওয়া প্রয়োজন ছিল। এই সরকারের জন্য এ বাজেট বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হবে।”
এর আগে দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা, এবং অর্থবছর ২০২৫-২৬ এর জন্য বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বিকেল ৩টায় তিনি বাংলাদেশ টেলিভিশনে বাজেট বিষয়ক ভাষণ দেন।
প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। এবারও বাজেটে বিভিন্ন পণ্যের ওপর কর বৃদ্ধি করা হয়েছে। দাম বাড়তে পারে মুঠোফোন, ওয়াশিং মেশিন, সিগারেট, অনলাইন কেনাকাটা, ব্লেন্ডার, প্লাস্টিকের তৈজসপত্র, এলপিজি সিলিন্ডার, রড, সাবান-শ্যাম্পু, বিদেশি চকলেট ও লিপস্টিকসহ বহু পণ্যের।
বাজেট ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল ও অর্থনীতিবিদরা নানা প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। বিএনপি নেতার বক্তব্য সেই প্রতিক্রিয়ারই একটি অংশ।