বিএনপি-জামায়াত করেন আপত্তি নেই, কিন্তু আ. লীগের সঙ্গে সখ্যতা মানবো না

“আপনি বিএনপি করেন সমস্যা নেই, জামায়াত করেন সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগের সাথে সখ্যতা—তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না”— এমন জ্বালাময়ী বক্তব্যে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা। বুধবার (২৩ জুলাই) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে এক সমাবেশে এ মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতাসীন দলের প্রতি তাঁর এই কঠোর অবস্থান বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।

হাসনাত বলেন, “মাইলস্টোনে বিমান দুর্ঘটনা ঘটে যখন মানুষ শোকে পাথর, তখন আওয়ামী লীগ সেখানে আলু পোড়া খেতে গিয়েছিল! এই দল আবার ক্ষমতায় ফিরলে মানুষকে আর বাঁচতে দেবে না।” তিনি আরও অভিযোগ করেন, কুমিল্লায় অতীতে বিএনপি-জামায়াতকে নির্যাতন করা হয়েছে। তাই এখন সময় এসেছে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে এক হওয়ার। এনসিপির এই মুখ্য সংগঠক বলেন, কুমিল্লা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় বৈষম্যের শিকার, যার কারণে জেলার কোনও সার্বিক উন্নয়ন হয়নি।

তিনি অভিযোগ করেন, “শেখ হাসিনা একবার বলেছিলেন কুমিল্লা নামে বিভাগ হবে না, কারণ ‘কু’ দিয়ে শুরু—এটাই ছিল তাঁর ভাষা। কিন্তু আমরা দেখিয়ে দেব, এই জেলার নামেই বিভাগ হবে। রাষ্ট্রের উন্নয়নের নামে এখানে শুধু একটি দলের পকেট ভারী করা হয়েছে।” বক্তৃতার শেষদিকে হাসনাত রাজনৈতিক ঐক্যের ডাক দিয়ে বলেন, “এখনই সময়, জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার।” সমাবেশে উপস্থিত হাজারো জনতা করতালিতে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *