বিএনপি কি পাঁচ নম্বর দল?

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সিরিয়াল নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ১১তম দিনের সংলাপে অংশ নিয়ে এমন প্রতিক্রিয়া জানান তিনি। সংবাদ সম্মেলনে নিজ দলের অবস্থান চতুর্থ বা পঞ্চমে দেখে তিনি ক্ষুব্ধ হয়ে প্রশ্ন তোলেন, “বিএনপি কি পাঁচ নম্বর দল?” এ সময় তিনি গাড়িতে উঠে চলে যাওয়ারও উদ্যোগ নেন। ঐদিন রাষ্ট্র সংস্কার সংলাপের দ্বিতীয় ধাপের আলোচনায় অংশ নেয় বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল, যারা দেশে ভবিষ্যৎ নির্বাচনী কাঠামো ও রাজনৈতিক সংস্কার নিয়ে মতবিনিময় করেন।


বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ প্রথমে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন। এরপর সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। পাশেই দাঁড়িয়ে ছিলেন বিএনপি প্রতিনিধি সালাহউদ্দিন আহমদ। সাকি বক্তব্য শেষ করার পর ইসলামী আন্দোলনের নেতা আশরাফ আলী আকন বসে পড়েন, তখনও সালাহউদ্দিনকে ডাকা হয়নি। এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “পীর সাহেবকে কেউ ডিস্টার্ব কইরেন না।” এরপর তিনি সংবাদ সম্মেলন ত্যাগ করতে উদ্যত হন। সাংবাদিকরা তাকে অনুরোধ করলে তিনি বলেন, “এখানে তো তোমরা সিরিয়ালই দিচ্ছ না, ছোট ছোট দল বসে পড়ে, এটা কোন কথা? আমি চলে যাচ্ছি।”


পরে সাংবাদিক ও বিএনপির কয়েকজন নেতাকর্মীর অনুরোধে সালাহউদ্দিন আহমদ সংবাদ সম্মেলনে যোগ দেন। তবে তার এই প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। বিএনপি’র মত একটি বৃহৎ দলের প্রতিনিধি এমন ‘সিরিয়াল বিভ্রাটে’ ক্ষোভ প্রকাশ করায় সংশ্লিষ্ট আয়োজকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, একটি গণতান্ত্রিক সংলাপে সব দলের সমান গুরুত্ব থাকা উচিত—তা তারা বড় হোক বা ছোট। সংলাপে অংশগ্রহণকারী নেতাদের মতে, এমন ঘটনা ভবিষ্যৎ আলোচনার পরিবেশকে প্রভাবিত করতে পারে, যা সংস্কার প্রচেষ্টার জন্য শুভ লক্ষণ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *