
বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না, মন্তব্য করে দলের শক্তি ও পুনর্জাগরণের ইতিহাস স্মরণ করালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৩ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত “তারেক রহমান: দ্যা হোপ অব বাংলাদেশ” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, বারবার ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানো বিএনপির অন্যতম বৈশিষ্ট্য। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর অনেকেই মনে করেছিলেন বিএনপির শেষ হয়ে গেছে। কিন্তু সেই বিএনপি আবার খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র-যুব নেতাদের সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে।
জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার পরিকল্পিত চক্রান্ত চলছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপির ওপর ধারাবাহিকভাবে সাইবার আক্রমণ চালানো হচ্ছে। এবার এই হামলার নিশানায় রয়েছেন তারেক রহমান নিজেও, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, “আজকের অপপ্রচারগুলো কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য হলো বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা এবং তারেক রহমানের নেতৃত্বকে মুছে ফেলা।”
তিনি সাইবার যুদ্ধের বিপরীতে জাতীয়তাবাদী শক্তিকে সংগঠিতভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ফখরুল বলেন, “তারেক রহমান দীর্ঘদিন ধরে নানা নিপীড়নের শিকার হওয়া সত্ত্বেও আপোষহীনভাবে দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।” বিএনপি যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করে আবারও মাথা উঁচু করে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তিকে বাঁচাতে হলে তথ্য-প্রযুক্তির এই যুগে সাইবার প্ল্যাটফর্মেও লড়াই করতে হবে।