
কক্সবাজারের উখিয়ায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে মাত্র চার বছর বয়সী নিজ সন্তানকে হত্যা করেছেন এক পাষণ্ড বাবা। মাদকাসক্ত আমান উল্লাহ নামের এই ব্যক্তি তার মেয়ে কানিজ ফাতেমাকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ খালে ফেলে দেন। ঘটনার পর মরদেহের পাশেই একটি ছাগল ফেলে তা ধামাচাপা দেওয়ার অপচেষ্টাও করেন তিনি। শনিবার (৫ জুলাই) রাতে উখিয়া উপজেলার মনখালী কোনারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্ত্রীকে নিয়ে দাম্পত্য কলহে জড়িয়েছিলেন আমান উল্লাহ। প্রায়ই তাকে মাদকাসক্ত অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যেত। ঘটনার রাতে তার স্ত্রী বাড়িতে ছিলেন না। সেই সুযোগে নিজের শিশু কন্যাকে শ্বাসরোধে হত্যা করেন বলে প্রাথমিক তদন্তে ধারণা পুলিশের। পরে মৃতদেহ ঘরের পাশের খালে ভাসিয়ে দেন তিনি। বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা টিন কেটে ঘরে ঢুকে তাকে আটক করে এবং পুলিশের হাতে তুলে দেয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন বলেন, “শিশুটির মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাবার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।” এই নির্মম ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচার দাবি করেছেন, যাতে এমন পাষণ্ড যেন আর কোনো শিশুর জীবন কেড়ে নিতে না পারে।