বাকি আছে ৫০ দিনের কম সময়, যেদিন শুরু হতে পারে রমজান

পবিত্র রমজান মাস আসতে আর খুব বেশি সময় বাকি নেই। মহিমান্বিত এই মাস শুরু হতে এখনো ৫০ দিনেরও কম সময় রয়েছে। চলতি বছর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান ইব্রাহিমের তথ্যমতে, মধ্যপ্রাচ্যে আগামী ১৮ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন হতে পারে। সে হিসেবে হিজরি ১৪৪৭ সনের পবিত্র এই মাস শুরু হতে আর মাত্র ৪৬ দিন বাকি। তিনি আরও জানান, পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ সম্ভাব্যভাবে ২৭ মে অনুষ্ঠিত হতে পারে।

শুক্রবার (২ জানুয়ারি) দেশটির সংবাদমাধ্যম দ্য ন্যাশন-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে আগামী ২০ মার্চ।

এ ছাড়া, নতুন হিজরি বর্ষ ১৪৪৮ শুরু হওয়ার সম্ভাব্য তারিখ হিসেবে ১৭ জুনের কথা উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রমজান শুরু হয়। সে হিসেবে বাংলাদেশে পবিত্র রমজানের প্রথম দিন হতে পারে ১৯ ফেব্রুয়ারি।

এদিকে, জ্যোতির্বিদরা ২০২৬ সালের পাশাপাশি ২০২৭ সালের রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখও জানিয়েছেন। তাদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে রমজান শুরু হতে পারে ৬ ফেব্রুয়ারি এবং ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ৮ মার্চ।

বিশেষজ্ঞদের মতে, ২০৩০ সাল পর্যন্ত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেই রমজান অনুষ্ঠিত হবে। এরপর এই পবিত্র মাসটি আবার ডিসেম্বর মাসে ফিরে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *