
বরগুনার আমতলী উপজেলায় সড়কের পাশে পার্কিং করে রাখা স্বর্ণা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আমতলী উপজেলার বাঁধঘাট চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটির অধিকাংশই পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে পার্কিং করে রাখা বাসটিতে হঠাৎ আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাসটি প্রায় সম্পূর্ণই দগ্ধ হয়।
আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আবু হানিফ বলেন, ‘বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছি। বাসের ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।’