
ফেসবুকে ‘১৩ তারিখ ঢাকা যাব’ লিখে পোস্ট দেওয়ায় এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন— এমন সন্দেহে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
তবে পরিবারের দাবি, তিনি নিরীহ কর্মী এবং ঢাকায় ব্যক্তিগত কাজে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন থানা পুলিশ।