
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণাকে ‘বিএনপির বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। বুধবার (৬ আগস্ট) দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তার মতে, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর অবশেষে নির্বাচনের দিনক্ষণ ঘোষণায় স্পষ্ট হয়েছে—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে বিএনপির লড়াই সফল হতে চলেছে।
মঈন খান বলেন, “এই ঘোষণা বিএনপির একক অর্জন নয়, বরং দেশের জনগণের আন্দোলনেরই ফসল। তবে শুধু তারিখ ঘোষণা নয়, আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।” তিনি দলীয় নেতাকর্মীদের নির্বাচনের জন্য মাঠে প্রস্তুত থাকতে আহ্বান জানান এবং বলেন, “এই নির্বাচন হবে গণতন্ত্রের পুনর্জন্মের সুযোগ, তাই এক মুহূর্তও হারানোর সুযোগ নেই।” মঈন খানের বক্তব্যে নেতাকর্মীদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়, যা মুহূর্তেই রূপ নেয় উদ্দীপনায়।
সমাবেশ শেষে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা বিজয় র্যালি বের করেন, যেখানে গণতন্ত্র পুনরুদ্ধার, নিরপেক্ষ নির্বাচন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে স্লোগান দেওয়া হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্থানীয় বিএনপি নেতারা বলেন, নির্বাচনের দিন ঘোষণা হলেও এই সরকারকে বিদায় না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সিলেটের রাজনৈতিক পরিবেশ এদিন ছিল উৎসবমুখর এবং কর্মীবাহিনীর উপস্থিতি ছিল ব্যাপক।