ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১

ফেনীর পরশুরামের বাসপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মিল্লাত হোসেন (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আফছার নামে আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিল্লাত বাসপদুয়া গ্রামের ইউছুফ মিয়ার ছেলে এবং আহত আফছার একই এলাকার মৃত এয়ার আহম্মদের ছেলে। সীমান্ত এলাকায় এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে মিল্লাত ও আফছার সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুরুতর গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিল্লাতকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


ঘটনার খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, দুই বাংলাদেশি বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে মিল্লাত পথেই মারা যান। তবে নিহত ও আহতের পরিবারের দাবি, তারা সীমান্ত অতিক্রম করেননি, বরং স্থানীয় জলাশয়ে মাছ ধরতেই সেখানে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *