ফরিদপুরে গৃহবধূকে পিস্তল ঠেকিয়ে দুল ছিনতাই: ভাইরাল দুই ছিনতাইকারী গ্রেফতার

ফরিদপুরে প্রকাশ্যে গৃহবধূর কানের দুল ছিনতাইয়ের ঘটনায় ভাইরাল হওয়া দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা হলেন শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ এবং তার সহযোগী রায়হান মোল্লা। ফরিদপুর শহর ও সালথা উপজেলা থেকে তাদের আটক করা হয়।

শনিবার (১ নভেম্বর) সকালে ফরিদপুরে র‍্যাব-১০ এর স্থানীয় ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

র‍্যাব জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে প্রায় দেড় কেজি গাঁজা, ছিনতাইয়ে ব্যবহৃত খেলনা পিস্তল, একটি পালসার মোটরসাইকেল ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া পাবনা থেকে চুরি হওয়া একটি আর-ওয়ান ফাইভ মোটরসাইকেলও জব্দ করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ফরিদপুর শহর ও আশপাশের এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার, চেইন ও মোবাইল ফোন ছিনতাই করে আসছিল। সাধারণত ভোরবেলা বা গভীর রাতে পথচারীদের টার্গেট করে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যেত, যাতে শনাক্ত করা না যায়।

সংস্থাটি আরও জানায়, তারা স্থানীয়ভাবে মাদক ক্রয়-বিক্রয়ের সাথেও জড়িত ছিল। ডন শরীফের বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও মাদকসহ অন্তত ১০টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাদের ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর সদর উপজেলার উত্তর শোভারামপুর এলাকায় নিজ বাড়ির সামনে এক নারীকে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনিয়ে নেয় এই দুইজন। ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে এবং পরবর্তীতে যমুনা টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *