
ভাঙ্গা (ফরিদপুর), ৯ জুন ২০২৫ — ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাউন্ড বক্সে গান বাজানোকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সংঘর্ষের ঘটনাটি ঘটে রোববার (৮ জুন) মধ্যরাতে উপজেলার গোপীনাথপুর ও ছোট হামিরদী গ্রামের বাসিন্দাদের মধ্যে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপীনাথপুর গ্রামের একটি স্কুল মাঠে সুন্নতে খতনা উপলক্ষে আয়োজন করা হয় একটি অনুষ্ঠানের। সেখানে উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছিল। গান শুনতে উপস্থিত হন পার্শ্ববর্তী ছোট হামিরদী গ্রামের কিছু তরুণ। এ সময় দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা তৈরি হয়।
রাতেই মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষের সময় অনুষ্ঠানস্থলে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
ঘটনার খবর পেয়ে law enforcement ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত চলছে। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষ মামলা দায়ের করেনি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।