
প্রথম আলো ও ডেইলি স্টারে কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে মোট ৩১ জনকে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়ার সেন্টারে এক ব্রিফিং এসব তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, প্যানাল কোট, সাইবার, এন্টি টেরোরিজমসহ চারটি ধারায় মামলা দায়ের হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এসময় পুলিশ কেন শক্ত অবস্থান নেয়নি এমন প্রশ্নে জানানো হয়, যেকোনো রকম হতাহত এড়াতেই শক্ত অবস্থানে যায়নি পুলিশ। তবে আগামীতে এই ধরনের তথ্য পেলে আরও সতর্ক থাকবে পুলিশ।