
গ্রে’ফ’তার হওয়া এই লোকের নাম নাভজেন্দ্র সরকার (৫৫) আশ্রয়ণ প্রকল্প পূ’জামণ্ডপের সহ-সভাপতি এবং মেঘলাল সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, পূ’জা চলাকালীন সময়ে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিলো মুসলিম এক মেয়ে পরবর্তীতে ভজেন্দ্র সরকার কৌশলে শিশুটিকে ডেকে নেয়। পরে জো’র’পূ’র্বক নিজ ঘরে নিয়ে গিয়ে ধ*র্ষ’ণ করে।
কিছুক্ষণ পর শিশুটির বড়ভাই ও স্বজনরা গামছা দিয়ে মুখ বাঁধা র*ক্তা’ক্ত অবস্থায় তাকে উদ্ধার করে।