
সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় সোমবার সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আংশিকভাবে নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল করেছেন। স্থানীয় সূত্র জানায়, হঠাৎ করে কয়েক শ নেতাকর্মী ব্যানার–ফেস্টুন নিয়ে সড়কে নামলে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মিছিলটির নেতৃত্ব দেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু। প্রায় ১০ মিনিট ধরে তারা বাজার এলাকা প্রদক্ষিণ করেন। এ সময় মিছিলে সামনে–পেছনে পুলিশ টহল গাড়িকে চলতে দেখা যায়, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য জানান, তারা নিয়মিত টহল দিচ্ছিলেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। তবে মিছিলটি আচমকা হওয়ায় তৎক্ষণাৎ বাধা দেওয়া সম্ভব হয়নি।
স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য শোডাউন নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে এবং আইনের প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলছে। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।