পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে দুর্নীতিবাজ, খুনি ও চাঁদাবাজ থাকবে না

জাতীয় নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। তার মতে, এ পদ্ধতিতে প্রতিটি ভোটারের ভোটের যথাযথ মূল্যায়ন হবে এবং সংসদে সব দলেরই প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। এতে দুর্নীতিবাজ, খুনি ও চাঁদাবাজদের উত্থান রোধ করা সম্ভব হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। মুফতী রেজাউল করিম বলেন, “পিআর পদ্ধতি সবার জন্যই কল্যাণকর। এজন্য আমরা এই দাবিকে জোর দিচ্ছি। এভাবে নির্বাচন হলে দেশে আর কোনো ফ্যাসিস্ট চরিত্র তৈরি হবে না।” তার বক্তব্যে সুষ্ঠু গণতন্ত্র, ন্যায়ভিত্তিক সমাজ ও সবার সমান অধিকার নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, জুলাই চেতনা বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে হবে। তারা জোর দিয়ে বলেন, শহীদ পরিবারের পুনর্বাসন ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়। বক্তাদের মতে, জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে দেশকে ন্যায়, ইনসাফ ও সুশাসনের ভিত্তিতে পরিচালনা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *