
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, দেশের রাজনৈতিক সংকটের প্রধান কারণ ছিল নির্বাচন। তাই আগামীতে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতিই সর্বোত্তম সমাধান হতে পারে বলে মনে করছে জামায়াতে ইসলামী। তিনি জানান, জনগণ চাইলে এই পদ্ধতি মানতে হবে এবং সেই দাবি নিয়েই মাঠে থাকবে জামায়াত। একইসাথে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিও তারা চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনো সমস্যা নেই, তবে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। ন্যায্য প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ নিয়ে জামায়াতের প্রতিনিধি দলটি গুরুত্বারোপ করে। তারা নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানায়, সবার বক্তব্য ও পরামর্শকে যথাযথভাবে গুরুত্ব দিয়ে আসন পুনঃনির্ধারণ করা হোক। দলের নেতারা বলেন, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতেই পিআর পদ্ধতি সবচেয়ে কার্যকর হতে পারে।