
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির নেতারা দাবি করেছেন, পার্বত্য অঞ্চলকে খ্রিস্টান রাষ্ট্রে রূপান্তরের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই ঢাকায় এই মিশন স্থাপন করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে দলটির আয়োজিত বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন শীর্ষ নেতারা। তারা বলেন, অবিলম্বে এই চুক্তি বাতিল করতে হবে, নইলে ‘৭১ কিংবা ২০২৪-এর মতো বড় আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জাতিসংঘের এই মিশনের মাধ্যমে দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক ভারসাম্যকে হুমকির মুখে ফেলা হচ্ছে। ইসলামী মূল্যবোধ ও জাতীয় ঐতিহ্যের পরিপন্থী কর্মকাণ্ড শুরু হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। দলটির নেতাদের ভাষ্য, অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়াই এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে না। এতে দেশের সার্বভৌমত্ব ও ইসলামি পরিচয়ে হস্তক্ষেপের শঙ্কা তৈরি হয়েছে বলে তাদের দাবি।
সমাবেশে নেতারা আরও বলেন, বিভিন্ন দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন বিতর্কিত ভূমিকা রেখেছে। বাংলাদেশেও একই রকম পরিস্থিতি তৈরি হলে ‘তৌহিদী জনতা’ রক্তক্ষয়ী আন্দোলনের জন্য প্রস্তুত থাকবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না এবং চুক্তি বাতিল না হলে সরকারকে গদি ছেড়ে দিতে বাধ্য করা হবে। বক্তারা সকল ইসলামপ্রিয় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সমাবেশ শেষ করেন।