পাবনায় মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০

পাবনার বেড়া উপজেলার তারাপুর গ্রামে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয় উভয়পক্ষ। সংঘর্ষের সময় নতুন মসজিদে ভাঙচুরও চালানো হয় বলে নিশ্চিত করেছে পুলিশ ও স্থানীয়রা। গুরুতর আহত পাঁচজনকে ভর্তি করা হয়েছে পাবনা জেনারেল হাসপাতালে। ঘটনার পর গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, তারাপুর গ্রামে দুটি মসজিদ রয়েছে—একটি পুরোনো, অন্যটি নতুন নামে পরিচিত। কয়েক বছর আগে পুরোনো মসজিদে মিলাদ মাহফিলে কিয়াম পড়া নিয়ে মতবিরোধ সৃষ্টি হলে, তৎকালীন ক্যাশিয়ার মতিনের নেতৃত্বে একটি পক্ষ ‘নতুন মসজিদ’ নির্মাণ করে। সম্প্রতি সেই মসজিদের বারান্দা নির্মাণে উদ্যোগ নেওয়া হলে, বিরোধপূর্ণ পুরোনো মসজিদের পক্ষ এসে বাঁধা দেয়। উত্তেজনা চরমে পৌঁছালে দুই গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর চড়াও হয়।

বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলিউর রহমান জানান, “কিয়াম পড়া নিয়ে দু’পক্ষের দীর্ঘদিনের মতবিরোধ আজ সংঘর্ষে রূপ নেয়। নতুন মসজিদের বারান্দা তৈরির সময় এক পক্ষ বাধা দিলে তা সংঘাতে গড়ায়।” তিনি আরও জানান, পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি এখন স্বাভাবিক থাকলেও এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *