পাঁচ দাবিতে ময়মনসিংহে জামায়াতে ইসলা*মীর বি*ক্ষোভ মিছিল

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ময়মনসিংহ নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার পর নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা রেলওয়ে স্টেশন-সংলগ্ন কৃষ্ণচূড়া চত্বরে এসে জড়ো হন। সেখানে ঘণ্টাব্যাপী একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার আমীর কামরুল আহসান এমরুল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এ ছাড়া জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিমসহ জেলা ও মহানগর জামায়াতের অন্যান্য নেতারাও বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *