পবিত্র শবে বরাত ৩রা ফেব্রুয়ারি

দেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানান ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।
সভায় জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তরের সব কার্যালয় এবং মহাকাশ গবেষণা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।
এ কারণে আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস শুরু হবে। সেই হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
প্রসঙ্গত, হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানদের কাছে ‘শবে বরাত’ বা সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। এ রাতকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আসকার ও দোয়ার মাধ্যমে ইবাদতে মগ্ন থাকেন।
এ ছাড়া শবে বরাতকে পবিত্র রমজান মাসের আগমনী বার্তা হিসেবেও ধরা হয়। শাবান মাসের পরই শুরু হয় রমজান, ফলে শবে বরাত থেকেই অনেকের রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *