
পটুয়াখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে র্যাবের এক সদস্য ও দুই বছরের এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—র্যাব সদস্য এএসআই আব্দুল আলিম এবং র্যাব সদস্য প্রসেনজিতের দুই বছর বয়সী সন্তান প্রিয়ম।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, র্যাব-৮ এর কয়েকজন সদস্য পরিবার নিয়ে একটি মিনিবাসে করে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিলেন। পথে ফতুল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মিনিবাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন আহত হন।
পরে গুরুতর আহত শিশু প্রিয়মকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সে মারা যায়। দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এএসআই আব্দুল আলিম।
পুলিশ জানায়, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।