
পঞ্চগড়, বাংলাদেশ — পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ধনমন্ডল ঢাকাইয়াপাড়া এলাকায় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) সকালে বাড়ির পাশের একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি মোকলেছার রহমান (৩০), তিনি ওই এলাকার বাসিন্দা শাহাবুদ্দিনের ছেলে এবং পেশায় একজন কসমেটিকস দোকানদার। পুলিশ মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে একটি ছাগল বাঁধতে গিয়ে এক নারী বাঁশবাগানের পাশে রক্তাক্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বিষয়টি জানাজানি হয়। পরে খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা শাহাবুদ্দিন বলেন, “মোকলেছার প্রতিদিনের মতো দোকানে গিয়েছিল। রাতে দোকানে তার ভাগনেকে রেখে বের হয়, এরপর আর ফেরেনি।”
ঘটনার বিষয়ে পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা সাংবাদিকদের জানান, “আমরা একটি গলাকাটা মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিক সুরতহাল ও আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা দায়ের করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে দেখছে এবং হত্যার মোটিভ খুঁজে বের করতে তদন্তে নেমেছে।