“নেতাকর্মীদের ফেলে পালিয়েছেন শেখ হাসিনা”—আটয়ারীতে এনসিপি আহ্বায়কের অভিযোগ

পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কার্যালয় উদ্বোধনকালে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কড়া অভিযোগ তুলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন। এমন নেতার দ্বারা দল চলতে পারে না।”


নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের ভেতর একটি গোষ্ঠী লুটপাট করে সম্পদের পাহাড় গড়েছে। আজ তারা সবাই দেশ ছেড়ে পালিয়েছে, নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে। “স্বৈরাচার আর লুটেরা চক্র আজ দেশের সব সম্পদের মালিক হয়ে গেছে। তাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এই ‘নতুন জমিদারি প্রথা’ ভাঙতে হবে,”—উল্লেখ করেন তিনি।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা। বক্তারা সবাই জনগণের পক্ষ থেকে ফ্যাসিবাদ ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *