নুরকে সুস্থ দেখানোর চেষ্টা চলছে: রাশেদ খান

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থ হওয়ার খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, নুরকে সুস্থ দেখানোর চেষ্টা চলছে। রাশেদ খান বলেন, “নুর ভাইয়ের নাক দিয়ে এখনও জমাট রক্ত বের হচ্ছে, তার মস্তিষ্কেও গুরুতর আঘাত রয়েছে। যারা বলছেন তিনি সুস্থ, তারা জনগণকে বিভ্রান্ত করছেন।”

তিনি আরও জানান, নুরুল হক নুরের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে আগামী সপ্তাহেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর আগে গত ২ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নুরকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন। পাশাপাশি তার ওপর হামলার ঘটনা তদন্তে বিচারপতি মো. আলী রেজার নেতৃত্বে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বলা হচ্ছে, এ হামলার প্রকৃত তদন্ত না হলে জনগণের আস্থা ফিরে আসবে না।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। সেদিন প্রথমে নুরকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হলেও পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। তার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *