নির্বাচন বিলম্বিত করতে পিআর বাণী দিচ্ছে জামায়াত: মেজর (অব:) হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী নানা কৌশলে মুক্তিযুদ্ধে জনগণের আত্মত্যাগকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং নির্বাচন বিলম্বিত করতে পিআর (Proportional Representation) পদ্ধতির কথা তুলে বিভ্রান্তি সৃষ্টি করছে। শুক্রবার (৮ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, দেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতি বোঝেন না, তাই বিদ্যমান ব্যবস্থাতেই দ্রুত জাতীয় নির্বাচন হওয়া উচিত। তার মতে, জামায়াতের এসব বক্তব্যে জনগণ অবাক ও উদ্বিগ্ন।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে হাফিজ উদ্দিন বলেন, এক বছর পেরিয়ে গেলেও পুলিশ বাহিনীর মধ্যে কোনো মৌলিক সংস্কার হয়নি, যা শান্তিপূর্ণ ভোটগ্রহণের ক্ষেত্রে বড় বাধা হতে পারে। তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিএনপির এই সিনিয়র নেতা দাবি করেন, সরকারের অব্যবস্থাপনা ও দ্বিধাগ্রস্ত নীতির সুযোগ নিয়ে ভেতরে ভেতরে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক ইঙ্গিত।

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতে তিনি বিভিন্ন কূটচালের পরিকল্পনা করছেন। এ জন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। হাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশের জনগণ ইতিমধ্যেই পরিবর্তনের জন্য প্রস্তুত, তাই বিলম্ব না করে বিদ্যমান পদ্ধতিতেই দ্রুত নির্বাচন আয়োজন করাই হবে গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *