নির্বাচন নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে: বিএনপি নেতা সালাহউদ্দিন টুকু

জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপি যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইল শহীদ মিনারে ‘জুলাই গণঅভ্যুত্থান ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের কারণে বিগত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সরকারের নির্বাচন নিয়ে টালবাহানার বিরুদ্ধে এখন দেশের মানুষ সচেতন এবং দ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই জনগণের চাহিদা বলে মন্তব্য করেন তিনি।

টুকু আরও বলেন, বাংলাদেশের ইতিহাস প্রমাণ করে—জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের পরিণতি কখনোই সুখকর হয়নি। তিনি উল্লেখ করেন, এরশাদ ভোট লুণ্ঠন করেছিলেন, ফলাফলস্বরূপ ক্ষমতা হারাতে হয়। একইভাবে শেখ হাসিনার দিকেও তীব্র আক্রমণ করে বলেন, ‘খুনি শেখ হাসিনা’ জনগণের ভোট কেড়ে নিয়ে ফ্যাসিবাদের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন এবং ইতিহাস তাকে ক্ষমা করেনি। দেশের গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনই এখন সময়ের দাবি বলে মনে করেন তিনি।

তিনি সরকারকে সতর্ক করে বলেন, জনগণের মতামত ও সেন্টিমেন্টকে উপেক্ষা করে আর তালবাহানা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ রক্ষায় দ্রুত ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে সরকারকে আহ্বান জানান সুলতান সালাহউদ্দিন টুকু। একইসঙ্গে তিনি বলেন, ‘যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে জনগণ ফের গর্জে উঠবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *