
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, শুধুমাত্র নিম্নকক্ষের সিটের ভিত্তিতে উচ্চকক্ষ গঠন করা হলে তার কোনও প্রয়োজনীয়তা থাকে না। শনিবার (২ আগস্ট) এক আলোচনা সভায় তিনি বলেন, প্রস্তাবিত উচ্চকক্ষে কেবলমাত্র ‘প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR)’ পদ্ধতিতে নির্বাচন হওয়াই যথাযথ হবে। তার মতে, এটি একটি ‘শুভ সূচনা’ হতে পারে এবং পরবর্তীতে এই ব্যবস্থাকে আরও আধুনিকায়ন ও পরিশীলিত করা সম্ভব হবে।
বদিউল আলম মজুমদার আরও বলেন, সরকার প্রধান ও দলীয় প্রধান একই ব্যক্তি হওয়া উচিত নয়—এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সাধারণ ঐকমত্য রয়েছে, যদিও কিছু ভিন্নমত রয়েছে। এসব ভিন্নমত নিয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময় জনগণের সামনে অবস্থান ব্যাখ্যা করবে এবং জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে ভবিষ্যৎ পরিবর্তন আনা যেতে পারে। তবে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়ন করা দলগুলোর নৈতিক দায়িত্ব বলে মনে করেন তিনি।
তিনি কড়া ভাষায় উল্লেখ করেন, “শেখ হাসিনা ট্যাঙ্কে চড়ে আসেনি, সে নির্বাচন করেই এসেছে। কিন্তু ওই নির্বাচন ব্যবস্থা ছিল দানবীয়।” তার মতে, সেই দানবীয় ব্যবস্থা সংস্কার না করলে দেশে স্বৈরাচারের পুনরুত্থান ঘটতে পারে। এ কারণে তিনি রাজনৈতিক দল ও সমাজের সকল অংশকে নির্বাচনব্যবস্থা সংস্কারের প্রস্তাবগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করার আহ্বান জানান।