
পাবনায় নামাজরত অবস্থায় বাবা নিজাম প্রামানিক (৬০) কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলে মোস্তফা প্রামানিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। তাকে আটক করতে গিয়ে আহত হয়েছেন সদর থানার তিন উপ-পরিদর্শক (এসআই)।
আজ রবিবার (০২ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত নিজাম প্রামাণিক ওই গ্রামের মৃত ইন্তাজ প্রামানিকের ছেলে। তিনি কৃষি কাজ করতেন। অভিযুক্ত ছেলে মোস্তফা প্রামাণিকও বাবার সঙ্গে কৃষকের কাজ করতেন। তবে তিনি মাদকাসক্ত ছিলেন।