
নারায়ণগঞ্জ, ২৩ মে ২০২৫ — গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, সরকারের কিছু ‘নাবালক উপদেষ্টা’র কর্মকাণ্ডে জাতীয় ঐক্যে ফাটল ধরেছে এবং দেশে বিভাজনের পরিবেশ তৈরি হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড বন্ধ না হলে সামনে আরও অসংখ্য পানির বোতল তাদের জন্য অপেক্ষা করছে।”
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নুর বলেন, “জুলাই বিপ্লব কারো একক অর্জন নয়, এটি দেশের কৃষক, শ্রমিক ও সাধারণ জনগণের সম্মিলিত প্রতিরোধের ফল। ফ্যাসিজনের বিরুদ্ধে একত্রিত হওয়ার কারণেই অপশক্তির পতন হয়েছে। অথচ এই বিপ্লবের নাম ভাঙিয়ে আজ কিছু উপদেষ্টা নিজেদের ফায়দা লুটছে।”
তিনি আরও অভিযোগ করেন, “আদালতের রায় উপেক্ষা করে উপদেষ্টা আসিফ হোসেন ইশরাক হোসেনের শপথ গ্রহণে বাধা দিয়েছেন, যার ফলে একটি অবিশ্বাস ও বিরোধের পরিবেশ সৃষ্টি হয়েছে। এতে করে দীর্ঘদিনের রাজনৈতিক ঐক্য হুমকির মুখে পড়েছে।”
নুরুল হক নুরের বক্তব্যের মধ্য দিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সবপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বিশ্লেষকরা।