
নাটোরের লালপুর উপজেলায় স্ত্রী লতা খাতুনকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (২০ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সোহাগ তালুকদার এই রায় দেন। রায়ের সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত সিরাজুল লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়ার মৃত আব্দুস সালামের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালে সিরাজুল ইসলামের সাথে লালপুর উপজেলার রাম নারায়নপুরের হেলাল উদ্দিনের মেয়ে লতা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয়ে সিরাজুল তার স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন। ২০২০ সালের ২৭ এপ্রিল স্থানীয় জোকাদহ বটতলা এলাকায় লতা খাতুনের মরদেহ পাওয়া যায়। পরদিন লতার বাবা লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
পরবর্তী তদন্তে জানা যায়, লতা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। লতার বাবা সিরাজুল ইসলামকে আসামি করে লালপুর থানায় এজাহার দায়ের করেন। এজাহার গ্রহণ করে মামলাটি শুনানি ও সাক্ষ্যগ্রহণের মাধ্যমে বিচারাধীন ছিল। আদালত সব প্রমাণ ও সাক্ষ্য বিবেচনা করে সিরাজুল ইসলামের বিরুদ্ধে এই কঠোর রায় প্রদান করেন।