
নরসিংদী সদর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ফেরদৌসী আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আলোকবালী চরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার ও রাজনৈতিক অবস্থান নিয়ে আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবারের সংঘর্ষে ইদন মিয়া নামের একজন নিহত হন। পরদিন শুক্রবার আবারও উভয়পক্ষ মুখোমুখি হলে গুলিবিনিময়ের ঘটনায় ফেরদৌসী আক্তার নিহত হন।
স্থানীয়রা অভিযোগ করেন, এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে দুই গ্রুপই নিষ্ক্রিয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দলে টেনে নিচ্ছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।