
ঢাকা, ৬ জুন:
নির্বাচন ছাড়া নগর ভবনে কাউকে বসতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়রপ্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেন, “নগর ভবনে কোনো উপদেষ্টা কিংবা প্রশাসক বসতে পারবেন না। প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানদের সমন্বয়ে গঠন করা হবে ‘বিপ্লবী নগর কাউন্সিল’।”
শুক্রবার (৬ জুন) দুপুরে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
‘নির্বাচিত মেয়র হিসেবেই এসেছি’
ইশরাক বলেন, “আমি নির্বাচিত ও আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবেই এখানে এসেছি। ঈদের দিন যারা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করবেন, আমি তাদের সঙ্গে মাঠে থাকব। এটি আমার দায়িত্ব।”
তিনি পরিষ্কার ভাষায় জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিরপেক্ষতা হারিয়েছে। এদের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি করেন তিনি।
ঈদ আয়োজনের জন্য কৃতজ্ঞতা
আগামীকাল শনিবার (৭ জুন) দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি দেখতে গিয়ে ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “যারা ঈদের আনন্দ নিশ্চিত করতে দিনরাত পরিশ্রম করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই জনসম্পৃক্ত কাজই একটি গণতান্ত্রিক নগর ব্যবস্থার চিত্র তুলে ধরে।”