নওগাঁয় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠকে বাধা, ফেসবুকে লাইভে প্রার্থী

নওগাঁ শহরের বোয়ালিয়া এলাকায় জামায়াতে ইসলামীর এক নির্বাচনী উঠান বৈঠকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ফেসবুকে ঘটনার লাইভ সম্প্রচার করেন সদর আসনের জামায়াত–মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট আসম সায়েম।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে স্থানীয় বোয়ালিয়া মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেলে নারী উঠান বৈঠকে এলাকার নারীরা জড়ো হন। কিছুক্ষণ পর সেখানে পৌঁছান এমপি প্রার্থী অ্যাডভোকেট আসম সায়েম। ওই সময় সাব্বির পাপ্পু নামে এক যুবক বৈঠকস্থলে এসে নারীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং বৈঠক পণ্ড করার চেষ্টা করেন। একপর্যায়ে হামলার ঘটনাও ঘটে। এ অবস্থায় ফেসবুক লাইভে এসে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চান প্রার্থী সায়েম।

ঘটনা সম্পর্কে নওগাঁ সদর থানা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, “ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। মূলত বৈঠক পণ্ড করতেই ওই যুবক হামলা চালায়।” তিনি জানান, এ বিষয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “জামায়াত নেতাদের ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। টিমটি এখনও ফিরে আসেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *