দেশে আরও ১৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু শূন্য

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (২৯ জুন) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ৩০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ২০ লাখ ৫২ হাজার ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৪৮ জন এবং মৃত্যু হয়েছে ২২ জনের।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে করোনা পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও সতর্কতা অবলম্বন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *