দুদক পেয়েছে জাকিয়া সুলতানা জুঁইয়ের নিয়োগে অনিয়মের প্রাথমিক সত্যতা

ঢাকা, ১ জুন — প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইয়ের নগদে নিয়োগ সংক্রান্ত অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেন এই তথ্য জানান। গত দুই মাসের বিল ভাউচারের মাধ্যমে প্রায় ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্তে নগদের বনানী অফিসে অভিযান চালানো হয়। অভিযানে জাকিয়া সুলতানা জুঁইয়ের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

একই সঙ্গে দুদক সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে প্রায় একশ কোটি টাকা ও ১১ লাখ ডলারের সন্দেহজনক লেনদেন এবং ৩৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে। দুদক জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের সময় দুর্নীতি ও লুটপাটের অভিযোগ রয়েছে খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে এবং এসব অভিযোগের তদন্তে নানা অসঙ্গতি পাওয়া গেছে।

এছাড়া, এনআরবি গ্লোবাল ব্যাংক থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে তমা ও ম্যাক্স গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।

দুদক তদন্তের ধারা অব্যাহত রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *