
বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজিত গণশুনানি চলাকালে এক ক্ষুব্ধ বৃদ্ধের জুতা নিক্ষেপের ঘটনায় মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার (১০ আগস্ট) জেলা শহরের শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত এই শুনানিতে বৃদ্ধটি জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত জটিলতা নিরসনে ব্যর্থ হওয়ায় তিনি প্রতিবাদের চরম রূপ হিসেবে মঞ্চের দিকে জুতা ছুড়ে মারেন। তার অভিযোগ, বছরের পর বছর বিভিন্ন দফতরে ঘুরেও কোন সমাধান মেলেনি, এমনকি আজ অভিযোগ দিতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি। পুলিশ নাকি জানিয়েছে, তদন্তে পাঁচ বছর সময় লাগবে, যা তাকে আরও হতাশ করেছে।
ঘটনার পরও বৃদ্ধটি শান্তভাবে জানান, প্রয়োজনে তিনি আইনের মুখোমুখি হতে প্রস্তুত। অন্যদিকে, একই অনুষ্ঠানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নামের একটি প্রতিষ্ঠানের প্রতারণার অভিযোগ উত্থাপন করেন এক ভুক্তভোগী। শুনানিতে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম ভুয়া প্রমাণিত হলে দুদক চেয়ারম্যানের নির্দেশে তাৎক্ষণিকভাবে আটক করা হয় জড়িত দুই ব্যক্তিকে। এ ঘটনায় উপস্থিতদের মধ্যে স্বস্তির সঞ্চার হয় এবং অনেকেই প্রশংসা করেন দুদকের তাৎক্ষণিক পদক্ষেপকে।
দুদক চেয়ারম্যান এ সময় উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন যে, যেসব অভিযোগের তাৎক্ষণিক সমাধান সম্ভব হয়নি, সেগুলোকে পদ্ধতিগতভাবে দ্রুত সমাধান করা হবে। তিনি জোর দিয়ে বলেন, দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে কমিশনের অবস্থান কঠোর এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতেই এই ধরনের গণশুনানির আয়োজন করা হয়। বগুড়ার এই ঘটনাটি আবারও প্রমাণ করল যে, জনগণের ক্ষোভ ও দাবির মুখে সরকারি সংস্থাগুলোর জবাবদিহিতা বাড়ছে।